৬০ জন মিটার রিডার নিয়োগ দেবে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি
৬০ জন মিটার রিডার নিয়োগ দেবে গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি: গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম ম্যাসেঞ্জার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ হয়েছে। পদটিতে বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির প্রাক্তন মিটার রিডার/ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক)/মিটার রিডার কাম ম্যাসেঞ্জারগণ (চুক্তিভিত্তিক) শুধু আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে পড়তে থাকুন।
গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
এক নজরে গোপালগঞ্জ পবিসে মিটার রিডার নিয়োগ
- পদ: মিটার রিডার কাম ম্যাসেঞ্জার
- পদের সংখ্যা: ৬০
- চাকরির ধরণ: চুক্তিভিত্তিক
- বয়স: সর্বোচ্চ ৫২ বছর
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ধারাবাহিক ০৩/০৬/০৯ বছর
- আবেদন শেষ: ১৫ মার্চ, ২০২৩
বেতন-ভাতাদি
সর্বশেষ যে পবিসের চাকরি হতে ছাড়পত্র প্রদান করা হবে, সেই পবিসের প্রদত্ত এলপিসি (Last Pay Certificate) অনুযায়ী মূল বেতন অথবা পবিস বেতন কাঠামো-২০১৬ এর সংশ্লিষ্ট পদের (গ্রেড-১) প্রারম্ভিক বেতন, যা বেশি, তা নির্ধারণ করা হবে এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতাদি প্রদান করা হবে।
অভিজ্ঞতা
আগ্রহী প্রার্থীর মিটার রিডার/ম্যাসেঞ্জার/মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার (চুক্তিভিত্তিক) পদে ০৩ বছর/০৬ বছর/০৯ বছরের ধারাবাহিক অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরি নিয়ে আরও পড়ুন-
২ জন ড্রাইভার নিয়োগ দেবে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২
০৬ জন নিরাপত্তা প্রহরী নিয়োগ দেবে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি
চাকরির ধরণ
সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থীকে ০৩ বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। চুক্তিকালীন সময়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন, বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে উক্ত ০৩ বছর অরিক্রান্ত হওয়ার পর পরবর্তী ০৩ বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা যেতে পারে। এভাবে সর্বোচ্চ ০৩ মেয়াদে (৩+৩+৩) মোট ০৯ বছর চাকরিতে বহাল রাখা হবে। তবে কোনো অবস্থাতেই চুক্তিতে ০৯ বছরের বেশি চাকরিতে নিয়োজিত থাকতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র
- ০৩ কপি পাসপোর্ট সাইজের ছবি
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- জাতীয় পরিচয়পত্র
- চারিত্রিক সনদ
- নাগরিকত্ব সনদ
- অভিজ্ঞতা সনদ
নিরাপত্তা জামানত
নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে এই পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে ১০,০০০ টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপনান্তে ব্যাংক কর্তৃক প্রদত্ত মুনাফাসহ নিয়মানুযায়ী ফেরত দেওয়া হবে।
আবেদনপত্র পূরণ ও জমাদান
আবেদন ফরম গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট (http://pbs.gopalganj.gov.bd/) থেকে ডাউনলোড করা যাবে। তারপর দরখাস্তটি এই পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকানা বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১৫ মার্চ, ২০২৩ এর মধ্যে পাঠাতে হবে।
বিজ্ঞপ্তি+আবেদন ফরম দেখতে এখানে ক্লিক করুন
BD Recent Jobs বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে মন্ত্রণালয়, অধিদপ্তর, ব্যাংক, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বেসরকারি প্রতিষ্ঠান তথা ব্যাংক, বীমা, বহুজাতিক কোম্পানি, এনজিও ইত্যাদির নিয়োগ বিজ্ঞপ্তিসমূহ সহজবোধ্য করে প্রকাশ করে থাকে। এছাড়াও তুলনামূলকভাবে কম প্রতিযোগিতাপূর্ণ চাকুরির সার্কুলারগুলো বিশেষ গুরুত্ব দিয়ে উপস্থাপন করে। অতএব, নিয়মিতভাবে চাকুরির খবর পেতে সঙ্গে থাকুন।
সূত্র: প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইট